ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

উত্তরাঞ্চলে তীব্র শীতের প্রভাব 

সিরাজগঞ্জে হাসপাতালে ঠান্ডাজনিত  শিশু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে

সিরাজগঞ্জে হাসপাতালে ঠান্ডাজনিত  শিশু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে

সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে তীব্র কাপানো শীত ও ঘন কুয়াশার প্রভাব বাড়ছে। এতে সিরাজগঞ্জের হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে জ্বর ও ঠান্ডাজনিত রোগীসহ বিভিন্ন রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শীত ও ঠান্ডাজনিত কারণে প্রায় এক সপ্তাহে বিশেষ করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৬ শতাধিক শিশুকে এ রোগের চিকিৎসা দেয়া হয়েছে। হঠাৎ করে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়া শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছে বাবা-মাসহ স্বজনেরা। এদিকে শিশু ও বিভিন্ন বয়সী নারী-পুরুষরাও এসব রোগে আক্রান্ত হচ্ছেন। এতে হাসপাতালে প্রতিদিন বাড়ছে এসব রোগীর চাপ। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলামসহ শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বিশেষ করে শীতজনিত কারণে এ রোগের প্রাদুর্ভাব বাড়ছে।

তবে হাসপাতালে পর্যাপ্ত পরিমানে ওষুধ মজুদ রয়েছে এবং সার্বক্ষণিক রোগীদের দেখাশোনা করা হচ্ছে। তবে বিশেষ করে শীতজনিত কারণে আগের তুলনায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সেজন্য চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক রোগীদের পর্যবেক্ষণ করছেন বলে তারা উল্লেখ করেন। এদিকে উত্তরাঞ্চলের সীমান্ত ঘেষা দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নীলফামারী, নওগাঁ ও রাজশাহীতে এই তীব্র শীত ও ঘন কুয়াশা ঝেকে বসেছে। এসব জেলার বিশেষ করে গরিব ও অসহায় পরিবারের শীতে এখন কাহিল অবস্থা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শীতের প্রভাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত